এই তো মাস খানেক আগে পরিচয়, তাঁর ছবিতে গানও গাইলেন। মনেই হয়নি তাঁদের বন্ধুত্ব সদ্যজাত। কত আড্ডা-গান-গল্প বাকি থেকে গেল। মঙ্গলবার রাতে সঙ্গীতশিল্পী কেকে-র (KK dies at Kolkata) আচমকা প্রয়াণের খবরে মুখের ভাষা হারিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। কেকে-র গান রেকর্ডিং-এর একটিউ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক।
মাস কয়েক আগেই সৃজিত জানিয়েছিলেন শেরদিল (Sherdil) শুটিং শুরু হয়েছে। গুলজারের (Gulzar) সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন। সেই ছবিতেই গান গেয়েছিলেন কেকে। তিনি নিজেও ফেসবুকে শেয়ার করেছিলেন গুলজার এবং সৃজিতের সঙ্গে কাজ করার সুখস্মৃতি।
কলকাতার কনসার্ট ই জীবনের শেষ শো,৫৪ বছর বয়সে প্রয়াত গায়ক কেকে
স্ম্রিতিটুকুই এখন সম্বল। গতকাল সন্ধ্যে গড়াতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছিল কনসার্টের ছবি ভিডিও। নজরুল মঞ্চ মাতিয়ে রেখেছিলেন মানুষটা। গান গাইতে গাইতে মাইক বাড়িয়ে দিচ্ছিলেন দর্শক শ্রোতাদের দিকে। ঘুণাক্ষরেও কেউ টের পাননি, মঙ্গলবার সন্ধের কনসার্ট ই জীবনের শেষ পারফম্যান্স হয়ে থাকবে সংগীতশিল্পী কেকের জীবনে।
অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে যান শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ।
জীবন অনিশ্চিত। অমোঘ এই সত্য নিজেকে যে প্রমান করতে চলেছে, সেই রাতেই, নজরুল মঞ্চের মঙ্গল সন্ধ্যা সে কথা জানত না। সারা সন্ধ্যে হইহুল্লোড়, সুরে মজে থাকা যে মানুষটাকে ঘিরে, রাত বাড়তেই তাঁর মহাপ্রস্থান। শো ছেড়ে বেরিয়ে গেলেন, এত দূরে, যেখান থেকে ফেরা যায় না।