দম ফেলার জো নেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। একটা ছবির কাজ শেষ হতে না হতেই অন্য ছবিতে হাত। দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিং সবেমাত্র শেষের ঘোষণা করেছেন পরিচালক। এর মধ্যে, বিশ্রামের ফুরসৎটুকুও দিলেন না নিজেকে। সোমবার সকালেই সৃজিতের পোস্ট ‘মিশন কাশ্মীর’। আগেই জানা গিয়েছিল নতুন ফেলুদা আনছেন সৃজিত। কথা মতো শুরু হল কাজও।
Srijit Mukherji-Tekka: শুটিং-এ র্যাপআপ! পুজোয় আসছে দেব-রুক্মিণী-সৃজিতের 'টেক্কা'
নতুন ফেলুদা সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিং শুরু করলেন সৃজিত। সৃজিতের ফেলুদা টিমে আগের মতোই ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী, এবং তোপসের ভূমিকায় থাকছেন কল্পন মিত্র।