দুবাইয়ের হোটেলের বাথটবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল দেহটা। আচমকা যেন শোক গ্রাস করেছিল গোটা দেশের বিনোদন দুনিয়াকে। কফিনবন্দি হয়ে ফিরে এসেছিল শ্রীদেবীর (Sridevi) দেহ। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। আজ অভিনেত্রীর মৃত্যুর চার বছর। স্বাভাবিক ভাবেই দেশের বিনোদন দুনিয়ায় দিনভর ছড়িয়ে থাকবে কিছুটা বিষণ্ণতা। কত প্রশ্ন রেখে চলে গিয়েছেন অভিনেত্রী।
তাঁর জীবনে প্রেমের ধারনা বদলে দিয়েছেন শাহরুখ, মত অনন্যার
দেখা হয়নি বড় মেয়ে জাহ্নবীর প্রথম ছবির মুক্তিও। মাত্র ১৩ বছর বয়সে সুপারস্টার রজনীকান্তের মায়ের চরিত্রে অভিনয় দিয়েই চলচ্চিত্র জগতে পা রাখেন শ্রীদেবী। তারপর আর তাঁকে পিছনে ফিরে দেখতে হয়নি। দক্ষিণী ছবির দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বলিউডেও তিনি হয়ে ওঠেন প্রথম সুপারস্টার। দর্শকদের উপহার দেন একের পর এক সুপারহিট ছবি এবং অবিস্মরণীয় চরিত্র। সন্তান হওয়ার পর সিলভার স্ক্রিন থেকে কিছু সময়ের বিরতি নিলেও, তিনি ফিরে আসেন English Vinglish এবং Mom-এর মতো ছবিতে।