এগিয়ে আসছে ডি ডে, নিন্দুকদের মুখে ছাই দিয়ে চার হাত এক হতে চলেছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের। ভালবাসার ভরা মরসুমে ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই সইসাবুদ করে বিয়ে সেরেছেন এই চর্চিত জুটি, ৬ মার্চ তাঁদের সামাজিক বিয়ে। তার আগে, বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেল প্রাক বিবাহ অনুষ্ঠান। দু’হাত ভরে মেহেন্দি করেছেন শ্রীময়ী। এরপর দুপুরে ছিল তাঁর আইবুড়ো ভাতের অনুষ্ঠান। মাছের মাথা থেকে ৫ রকমের ভাজা, মাছ, চাটনি সব দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে হবু কনের থালা। গলায় আকন্দের মালা পরে মাছের মাথায় কামড় বসালেন শ্রীময়ী।
আগেই শ্রীময়ী জানিয়েছিলেন, তাঁদের বিয়েতে কোনও মিডিয়া বন্ধুকে অনুমতি দেওয়া হবে না, বদলে তিনিই নিজের বিয়ের নানা মুহূর্তের ছবি তিনিই শেয়ার করবেন। কথা মতোই কাজ।
Rachana Banerjee: লোকসভায় প্রার্থী, বঙ্গে জল্পনা রচনাকে নিয়ে
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের কার্ড । রাজস্থানি রাজকীয় ছোঁয়া রয়েছে বিয়ের কার্ডে। কার্ডের উপরে রয়েছে রাজা-রানির ছবি। আর ভেতরে রয়েছে সব তথ্য। দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে বিয়ের আসর বসবে । দুই পরিবার একসঙ্গেই বিয়ের আয়োজন করেছে । এখন শুভ দিনের অপেক্ষায় দিন গুনছেন দু'জনেই ।