আরজি কর নিয়ে উত্তাল কলকাতা। আরজি করের আন্দোলনরত ডাক্তারদের মন্তব্য করে বিপাকে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃণমূলের ধরণা মঞ্চ থেকে কাঞ্চন মল্লিক চিকিৎসকদের বোনাস ও বেতন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ওই মন্তব্য নিয়ে টলিপাড়ায় প্রতিবাদের ঝড়। এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। শিরদাঁড়া সোজা রাখা নিয়ে পোস্ট কাঞ্চন জায়ার।
শ্রীময়ী বলেন, "কখনও কারও ব্যক্তিগত স্তরে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করি না। আজ বাধ্য হয়ে লিখলাম। আমার প্রেম থেকে বিয়ে পর্যন্ত কিছু মানুষর কাজ ছিল সমাজমাধ্যমে অযাচিতভাবে মতামত দেওয়া। তারা সমাজমাধ্যমে টাইপে করতেই বসে আছেন। সুযোগ পেলেই লেখা শুরু।" শ্রীময়ীর মতে, মতামত প্রকাশের অধিকার সকলেরই রয়েছে। কাঞ্চনও নিজের মত প্রকাশ করেছেন। সেই মত সকলের ভাল নাই লাগতে পারে। তাঁর মতে, তাঁরা কোনও দিন ওঁর প্রকৃত বন্ধু ছিলেনই না। তা হলে ওঁকে আলাদা করে ফোন করতে পারতেন। সমাজমাধ্যমে এই ভাবে আক্রমণ করতেন না। তা কেউই করেননি। প্রকৃত বন্ধুর কাজ তো নয় এটা।"
শুধু তাই নয়, শ্রীময়ী লেখেন, "একজন অভিনেত্রী লিখেছেন যে কিছু কিছু মানুষ রগর আর বিয়ে করার জন্য জন্মায়। আমি তার উদ্দেশ্যে বলব, যে সে তো তাও সেই মানুষগুলো বিয়ে করার জন্য জন্মেছে। আর কিছু মানুষ রয়েছেন যারা আজকে হয়তো দল বদল করেছে, একটা সময় শাসকদলের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া, আড্ডা ,দামী দামী গিফট নেওয়া,ঘুরতে যাওয়া, প্রেম প্রেম খেলা করা সবই করেছেন। শুধু বিয়েটা না করে অবৈধ প্রেম গুলো চালিয়ে গেছে। সেই সময় তো এত সমাজমাধ্যম ছিল না। এবং যে বন্ধুগুলো সাক্ষী ছিল সেই বন্ধুগুলো সমাজমাধ্যমে এত ভাল করে গুছিয়ে লিখতে পারত না তাই জন্য ওরা নিজেদের ভাগ্যবান মনে করে। আগে নিজের মেরুদন্ড সোজা রাখুক, তারপর অন্যের মেরুদন্ড দেখবে।"
রবিবার কোন্নগরে মহিলা তৃণমূলের ধর্নায় এসে উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা বলেন, সব প্রতিবাদে সিজিও অভিযান না হয়ে নবান্ন অভিযান, লালবাজার অভিযান হচ্ছে কেন? আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তোলা তারকাদের উদ্দেশে কাঞ্চন প্রশ্ন ছুড়ে দেন, যারা প্রতিবাদ করছেন, তাঁরা সরকারি পুরস্কার ফিরিয়ে দেবেন তো? চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও একই রকমের প্রশ্ন কাঞ্চনের, তাঁরা বেতন নেবেন তো?
১৪ অগাস্টে রাত দখলের কর্মসূচির অংশ ছিলেন সুদীপ্তা, ১ সেপ্টেম্বরের মহামিছিলেও সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি। একসময়ের বন্ধু, সহকর্মী কাঞ্চন মল্লিকের এই বিতর্কিত মন্তব্য নিয়ে ফেসবুকে সরাসরিই তীব্র সমালোচনা করলেন সুদীপ্তা, জানিয়ে দিলেন বন্ধুকে তিনি 'ত্যাগ' করছেন। কাঞ্চন মনুষ্যত্ব, বুদ্ধি, বিবেক, শিক্ষা হারিয়েছেন বলেও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। সরকারি পুরস্কার নিলেই সরকারকে প্রশ্ন করা যাবে না, এরকম শর্ত থাকে নাকি, পালটা প্রশ্ন ছুড়ে দেন সুদীপ্তা।