কল্যাণ বনাম কাঞ্চন বিতর্কে দিন কয়েক ধরেই সরগরম রাজ্য-রাজনীতি। সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে সঙ্গে নিয়ে প্রচারে যেতে অস্বীকার করেন শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় আবার অসুস্থ ছিলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী। বলাই বাহুল্য, বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হয়েছিল উত্তরপাড়ার বিধায়ককে।
Uday Shankar Paul: অর্থাভাব, ফুসফুসের ক্যানসারে মৃত্যুর দিন গুনছেন 'ভূতের ভবিষ্যৎ'-এর আত্মারাম
এবার সাংসদ-বিধায়ক বিতর্কে মুখ খুললেন কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজ। কাদা ছোড়াছুড়ি নয়, বরং শ্রীময়ীর গলায় শোনা গেল বিনয়। তাঁর কথায় এই ঘটনা পুরোপুরিই রাজনৈতিক। শ্রীময়ীর দাবি, হয়ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় গরমে কোনও ভাবে কাহিল ছিলেন তাই এমন রিয়্যাক্ট করে ফেলেছেন। শ্রীময়ী আরও জানিয়েছেন, কল্যাণের জন্যই তাঁদের বিয়েটা সম্ভব হয়েছে। সবসময় কল্যাণকে তাঁরা পাশে পেয়েছিলেন বলেও জানান কাঞ্চন পত্নী।