নিন্দুকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে, বেঁধে দেওয়া বয়সের ব্যবধানকে অগ্রাহ্য করে বিয়েটা সেরেই ফেললেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। একেবারে বাঙালি মতে নিয়ম-নিষ্ঠা মেনেই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। বৃদ্ধি থেকে শুরু করে গায়ে হলুদ, সাত পাকে ঘুরে বিয়ে সেরেছেন কাঞ্চন-শ্রীময়ী।
তাঁদের বিয়ের নানা মুহূর্তের ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য বিবাহিত বরকনে কখনও চুটিয়ে নাচছেন। কখনও বা হাতে হাত রেখে কনে শ্রীময়ী কাঞ্চনের দিকে চেয়ে গাইছেন, ‘চোখে চোখে এত কথা মুখে কিছু বলো না’ । এছাড়াও বাসর রাতেও চুটিয়ে মজা করেছেন নব দম্পতি।
Kanchan-Sreemoyee Marriage:! স্বর্ণালী সন্ধ্যায় এক হল চার হাত! সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী
দক্ষিণ কলকাতার প্রিন্সটন ক্লাবে বসেছিল টলিপাড়ার যুগলের বিয়ের আসর। রীতিমতো সব রীতি রেওয়াজ মেনে বিয়ে করলেন দুজন। শনিবার দুপুরেই প্রকাশ্যে এসেছিল কাঞ্চন-শ্রীময়ীর গায়ে হলুদের লুক। হবু বর কনের বিয়ের লুকও ছিল নজর কাড়া।