বিয়ের পর কাঞ্চনের সঙ্গে অষ্টমঙ্গলায় বাপের বাড়িতে এসেছিলেন ‘নতুন বৌ’ শ্রীময়ী চট্টরাজ। এবার শ্বশুরবাড়ি ফেরার পালা। একেবারে ঘরোয়া পোশাকে বাড়ি ছাড়ার আগে ভিডিও করলেন শ্রীময়ী। ক্যামেরা ঘুরিয়ে মা’কে বলতে বললেন কিছু।
অভিনেত্রীর মা, শ্রীময়ীর মাথায় হাত বোলাতে বোলাতে ভাল থাকতে বললেন, সুখে থাকতে বললেন। আশীর্বাদ করে বললেন, ‘শ্বশুরবাড়িতে নিজের সংসার করো মন দিয়ে ব্যস।’ মায়ের মন খারাপ হতে দিলেন না শ্রীময়ী, জানালেন ইচ্ছে করলেই ব্যাগ পত্তর গুছিয়ে মায়ের কাছে চলে আসবেন শ্রীময়ী।
Ritabhari-Abir: 'অ্যাকশন', শুরু হয়ে গেল আবীর-ঋতাভরীর 'বহুরূপীর' শ্যুটিং
সবশেষে কাঞ্চনের দিকে ক্যামেরা ঘুরিয়ে শ্রীময়ী জানতে চাইলেন, ‘সিঁদুর পরে আমার ১০০ টা ছবি তুলছ কেন?’ কাঞ্চনের অল্প লাজুক উত্তর, ‘ভালো লাগছে তাই’!