টলিউডের নায়িকারা আজকাল চরিত্র নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও তার বাইরে নন। এবার শ্রাবন্তীকে দেখা যাবে ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে চলে আসা এক মেয়ের চরিত্রে।
ছবির নাম মীরজাফর। চ্যাপ্টার 2। এ যুগের মীরজাফর দের নিয়ে একটি রাজনৈতিক থ্রিলার বাচ্ছেন পরিচালক অৰ্কদীপ মল্লিকা নাথ। অর্কদীপের একটিই প্রথম ছবি। ছবির প্রযোজনায় রানা সরকার। ইতিমধ্যে সৃজিত মুখোপাধ্যায় থেকে শিবাজী পাঁজা, সকলেই ছবি নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছে।
রাজনীতি নিয়েই ছবি, তাই বলে প্রেম একেবারে বাদ থাকে? সৌরভ দাস এবং প্রিয়াঙ্কা সরকারকে দেখা যাবে প্রেমিক প্রেমিকার চরিত্রে।