নন্দনে চলছে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। প্রাক্তন ফুটবলার দীপেন্দু বসুর হাত ধরে সোমবার রোটারি সদনে শুভ সূচনা হয় এই ফেস্টিভ্যালের। ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি সব সিনেমা নন্দন থ্রিতে দেখানো হবে। দুপুর ১.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।
এবারের ক্রীড়া চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট ১৩টি দেশের বিভিন্ন ভাষার প্রায় ২৪টি ছবি। কলকাতা ছাড়াও এই উৎসব হবে শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ার এও। ফেস্টিভ্যাল শুরু হবে ইরানিয়ান ছবি ‘আলি ভার্সেস আলি’ দিয়ে । শেষ হবে বাংলা সিনেমা ‘দাবাড়ু’ দিয়ে । এডিটরজি বাংলার তরফে কথা বলা হয়েছিল চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তা রঙ্গন চক্রবর্তী।