বলিউডের অন্যতম চর্চিত সেলেব জুটি তাঁরা। টুইঙ্কল খান্না, অক্ষয় কুমার। দুজনের আগ্রহ, পছন্দ, রাজনৈতিক ভাবধারা সবেতেই বিস্তর ফারাক, অথচ দুজনের রসায়ন দুরন্ত! টুইঙ্কল-অক্ষয়ের পরিবারে গুডনিউজ! ৫০ বছর বয়সে মা হচ্ছেন টুইঙ্কল?
বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি আপডেট দেন টুইঙ্কল। তারপর থেকেই জল্পনার শুরু। নিজের ডিসপ্লে ফটোর ওপর টুইঙ্কল লেখেন কুমারস প্লাস ১! আর কিছুই বলেননি। নেটিজেনদের জোর চর্চা ওই প্লাস ওয়ান নিয়েই। টুইঙ্কলকে আগাম শুভেচ্ছাও জানালেন অনেকে।
সামনেই আবার নারী দিবস। সে সময় এমন পোস্টে অবশ্য অন্য আভাসও আছে বলে অনুমান অনেকের। কেউ কেউ বলছেন এখনও সমাজে বিয়ের পর মহিলাদের নিজেদের পরিচিতি বদলে যায় স্বামীর স্ত্রী হিসেবেই। পিতৃতন্ত্রকেই কি একটু ঠেস দিতে চেয়ে টুইঙ্কল-এর এমন পোস্ট!