টলিপাড়ায় বেশ কয়েকদিন ধরে কানাঘুষো খবর, বিচ্ছেদ হয়েছে দুই জনপ্রিয় জুটির । অনেকটা দুরত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে । যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা । অথচ তাঁদের পোস্ট বিচ্ছেদের জল্পনা বাড়াচ্ছে । কথা হচ্ছে শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্তকে (Sovon-Swastika) নিয়ে । সম্প্রতি, দু'জনের পোস্টকে কেন্দ্র করেই আলোচনা চলছে টলিউড অন্দরে । কী লিখেছেন দু'জনে ?
নেটমাধ্যমে শোভন লেখেন, " নিজেকে ক্ষমা করে দাও, যে ভাবে নিজের প্রাক্তনকে বহু বার করেছ।" এরপরেই স্বস্তিকা যোগাসনে মগ্ন নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, " আমার টি-শার্ট বলছে, যাই হোক, তুমি ভাল নও ।" নেটিজেনদের ধারণা, একে অপরের বিষয়ে পোস্ট করেছেন তাঁরা ।
আরও পড়ুন, Satish Kaushik : সতীশ কৌশিকের জন্মবার্ষিকী, স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেললেন অনুপম খের, অনিল কাপুর
আগে বিচ্ছেদ প্রসঙ্গে স্বস্তিকা জানিয়েছিলেন, এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার। কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আর তাঁরা একসঙ্গে আছেন কি নেই, তা-ও এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না তিনি ।