প্রথমে সাদা জার্সি তারপর, নীল। জার্সি নম্বর ৯৯। মাঠে নেমে ব্যাট ঘোরালেন সৌরভ, আর বল ঘুরতেই স্ক্রিনে এসে লাগল। যেখানে লেখা 'শীঘ্রই আসছে'। আজ্ঞে হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এই ৫ সেকেন্ডের টুইট ঘিরেই এই মুহূর্তে জোর জল্পনা শুরু। প্রশ্ন কী আসছে?
অনেকেই মনে করছেন, সৌরভের যে বায়োপিক আসার কথা চলছিল, তার মুক্তি বোধহয় এগিয়েই এলো। টিজারে সেকথারই নাকি ইঙ্গিত দিতে চেয়েছেন দাদা৷ যদিও, ছবিতে মহারাজার চরিত্রে কে অভিনয় করবে তা এখনও কিছুই জানা যায়নি৷ তবে এই ঝলক দেখেই দর্শকদের আকূল অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।