সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক কবে আসছে, কে 'দাদা'-র ভূমিকায় অভিনয় করবেন, সেই নিয়ে বহুদিন থেকেই বিস্তর জল্পনা চলছে । তবে, এবার এল বড় আপডেট । সৌরভের ভক্তদের জন্য সুখবর । বছর শেষেই শুটিং ফ্লোরে পা জমাতে পারে সৌরভের বায়োপিক ।
সম্প্রতি, দাদার বেহালার বাড়িতে গিয়ে দেখা করেছেন প্রযোজক লাভরঞ্জন এবং অঙ্কুর গর্গ । ২৬ মে তাঁদের সৌরভের বাড়িতে দেখা যায় । সূত্রের খবর, সেখানে, 'দাদা'-র সঙ্গে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যা আসন্ন বায়োপিকের জন্য গুরুত্বপূর্ণ । জানা গিয়েছে, সিনেমার চিত্রনাট্য ইতিমধ্যেই লেখা প্রায় সম্পূর্ণ । সেখানে 'দাদার' জীবন সম্পর্কে অনেক অজানা গল্প রয়েছে । সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালের ডিসেম্বরেই শুরু হয়ে যাবে এই ছবির শুটিং।
সৌরভের ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে । রণবীর কাপুর-সহ অনেকের নামই সেখানে উঠে আসছে । তবে, শেষ পর্যন্ত কে পর্দার 'দাদা' হয়ে উঠবেন, তারই অপেক্ষার প্রহর গুনছেন সিনেপ্রেমী ও সৌরভ অনুরাগীরা ।