সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ছবির দর্শকদের পছন্দ-অপছন্দ বদলাতে শুরু করেছে। এখন আর হিরো-হিরোইনকে দেখে ছবি চলে না, ছবি চলে গল্পের জোরে। এযুগের প্রযোজক থেকে হল ব্যবসায়ীরা এসব বেশ বুঝে গিয়েছেন। এবার এক নতুন গল্প আসছে টলিউডে। নাম ‘১০ জুন’ । আজ্ঞে হ্যাঁ এই, তারিখই ছবির নাম।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সকলের প্রিয় ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুন্ডু, এবং অভিনেতা সৌরভ দাস। দুজনেই টেলিপাড়ার জনপ্রিয় মুখ। ছবির পরিচালক রূপক চক্রবর্তী।
Adrit-Kaushambi : লাল শাড়িতে 'লাজবতী' হবু কনে, 'ফুলকি'-র সেটে জমিয়ে আইবুড়োভাত খেলেন কৌশাম্বি
সৌমিতৃষা ওরফে মিতালিকে বাবা মা বাড়িতে রেখে পুজো দিতে যান, এমন সময় অতর্কিতে বন্ধুকধারী এক খুনি এসে দাঁড়ায় তাঁর দোরগোড়ায়। খুনির চরিত্রে সৌরভ। কেন খুন করেছিল সে, কী তাঁর অভিপ্রায় সেসব নিয়েই এগোবে ছবি। ছবির শ্যুটিং শুরু হবে ৬ মে থেকে।