সৌরভ দাস, দর্শনা বনিক। টলিপাড়ায় চেনা মুখ। দুজনকে বেশ কিছু ইভেন্টে একসঙ্গে দেখা যাচ্ছিল ক'দিন ধরেই। তবে দু'জনে যে প্রেম করছেন, সে খবর ছিল না অনেকের কাছেই। শুধু তাই নয়, প্রেম এবার পরিণতি পাচ্ছে। সপ্তাহ দুয়েকের মধ্যেই দুজনকে দেখা যাবে ছাদনাতলায়। বিয়ে করছেন দর্শনা-সৌরভ।
নিজেদের মন দেওয়া নেওয়ার খবর এতদিন আড়াল করেছিলেন হবু মিয়াঁ বিবি। আগামী ১৫ ডিসেম্বর বসতে চলেছে বিয়ের আসর। টলিপাড়ার হু'জ হুরা আমন্ত্রিত থাকবেন সৌরভ-দর্শনার বিয়েতে।
কবে আলাপ, তারপর কীভাবে সেই আলাপ গড়িয়ে প্রেম? কিচ্ছু জানা যায়নি, তবে ২০২২এর শুরুতে ঋষি নামের একটি হরর ছবিতে কাজ করেছিলেন দুজন। তবে কি ভয়ের ছবি দিয়েই মন জয়?