প্রায় ৬ দশক ধরে বাংলা চলচ্চিত্র জগৎকে বটগাছের মতো ছায়া দিয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), দেখতে দেখতে দু’বছর হয়ে গেল অভিভাবকহারা টলিপাড়া। আজ পর্দার ‘অপু’র জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য ‘চরিত্র’র হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সত্যজিৎ রায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সমীকরণ যখনই পর্দায় এসেছে, তখনই তা তৈরি হয়েছে এক একটি কাল্ট।
New Serial: ধুলোকণার সেট থেকে অন্য ধারাবাহিকে দুই তারকা, জুটি হয়ে ফিরছেন মৈনাক-শ্বেতা
সত্যজিৎ রায়ের হাত ধরেই রোগা, ছিপছিপে, ৬ফুট লম্বা ছেলেটার ‘অপু’ হয়ে পথচলা শুরু। তারপর মধ্যবিত্ত ‘অপু’র মোড়ক ছেড়ে সৌমিত্র হয়ে উঠলেন বাঙালির সবচেয়ে প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ । শোনা যায় সৌমিত্রকে ভেবেই নাকি ‘ফেলুদা’ লিখেছিলেন সত্যজিৎ। অর্থাৎ পছন্দের ‘নায়ক’ না হলেও, সৌমিত্র ছিলেন মানিক বাবুর পছন্দের অভিনেতা। সত্যজিতের করা ২৯টি ছবির মধ্যে ১৩টিতেই ছিলেন সৌমিত্র। শুধু অপু, বা ফেলুদাই নয় সমাপ্তি, কাপুরুষ, শাখা প্রশাখা, গণশত্রু, অভিযান, অশনি সংকেত, অরণ্যের দিনরাত্রি- ছবিতেও জুটি বেঁধেছিলেন সৌমিত্র-সত্যজিৎ। এক সাক্ষাৎকারে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন ,‘বাবা ছেলের সম্পর্ক যেমন পজেসিভ হয় মাণিকদা আমাকে নিয়ে তেমন পজেসিভ ছিলেন’।