একে একে নিভিছে দেউটি। প্রয়াত বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায়। সত্যজিৎ রায়ের ১৫ টি ছবিতে সিনেমাটোগ্রাফার ছিলেন তিনি। বুধবার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর।
সত্যজিৎ ছাড়াও সদ্য প্রয়াত শিল্পী কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্তর মতো পরিচালকের সঙ্গে। সৌমেন্দুরায়ের প্রয়াণে টলিউডে শোকের ছায়া।
প্রয়াত শিল্পীর সত্যজিৎ রায়ের সঙ্গে পথচলা শুরু 'পথের পাঁচালী' ছবি দিয়ে। না, চিত্রগ্রাহক হিসেবে নয়। ক্যামেরা কেয়ারটেকার হিসাবে ইউনিটে যোগদান করেন। ক্যামেরার দায়িত্ব প্রথম সামলান সত্যজিতের ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ তথ্যচিত্রে। তার পর আরও পোক্ত হল সত্যজিৎ-সৌম্যেন্দুর পার্টনারশিপ। ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘চিড়িয়াখানা’, ‘গুপী গায়েন বাঘা বায়েন’, ‘অরণ্যের দিনরাত্রি’র মতো ছবিতে তাঁর ক্যামেরা আজও মুগ্ধ করে বাংলা ছবির দর্শকদের।