যে শিল্পীদের জন্য ভারতীয় সঙ্গীত কলার তোলে, তাঁদের মধ্যে অন্যতম কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে| সদ্য প্রকাশিত হল তাঁর জীবনী | বর্ষীয়ান গায়িকার বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের অনেক তারারাই| কিন্তু সকলের মধ্যে, এদিন শিরোনাম কাড়লেন সোনু নিগম |
আশা জির দারুণ ভক্ত সোনু নিগম, বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে গোলাপ জলে আশা ভোঁসলের পা ধুইয়ে দিলেন গায়ক | পা ধোয়ানোর আগে যত্নে গায়িকার পায়ে শ্রদ্ধার চুম্বন করেন সোনু | এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় | আশা ভোঁসলের জীবনীতে ৯০ জন লেখক কাজ করেছেন।