অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আবেগে ভাসছে গোটা দেশ। অসংখ্য সেলিব্রিটি উপস্থিত হয়েছেন অযোধ্যায়। তাঁদের মধ্যে আছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সোনু নিগমও। রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার বিষয়ে বলতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন তিনি৷
এই বিশেষ লগ্নে সোনুর অনুভব জানতে চায় সংবাদমাধ্যম৷ সোনু নিগম বললেন, "আজ কিছু বলার নেই আমার.."। এরপরেই আবেগে কেঁদে ফেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী।
অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সোনু৷ রামমন্দিরে ভজন গেয়েছেন তিনি৷ তাঁর গলায় রাম সিয়া রামের সুরে আপ্লুত হয়েছেন ভক্তরা৷