বাকিংহামে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন সোনাম কাপুর। করোনেশন কনসার্টে সোনাম তাঁর ভাষণ শুরু করলেন 'নমস্তে' দিয়ে।
কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারের অনুষ্ঠানে সোনম পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইনার গাউন। সোনমক দেখাচ্ছিল মোহময়ী।
সোশ্যাল মিডিয়ায় সোনমের ভিডিয়ো পোস্ট করে মা সুনীতা কাপুর লিখেছেন, ‘আমি গর্বিত! ৫৬টি কমনওয়েলথ দেশের গায়ক, শিল্পী সহ অনেকেই যোগ দিয়েছিলেন চার্লসের করোনেশনের অনুষ্ঠানে। সেই মঞ্চে বৈচিত্রের মাঝে ঐক্য নিয়ে কথা বলতে শোনা যায় বলিউড অভিনেত্রীকে।