আসল বিয়ের আগেই পর্দায় এতবার বিয়ের দৃশ্যে অভিনয় করতে হয় বলে নিজেদের জীবনের বিশেষ দিনে একটু অন্যরকম লুক বেছে নেন বলিউড অভিনেত্রীরা। সম্প্রতি, বিয়ে করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাদা শাড়িতে বিয়ের আচার অনুষ্ঠান হলেও রিসেপশনের রাতের জন্য কনে বেছেছিলেন লাল বেনারসি। অভিনেত্রীর নিজেরই পর্দায় অভিনয় করা এক চরিত্রের কথা মনে করিয়ে দিল বিয়ের রাতের সাজ। কোন চরিত্র? 'লুটেরা' র 'পাখি'।
সে ছবিতেও বাঙালি মেয়ের চরিত্রেই অভিনয় করেছিলেন সোনাক্ষী। নানা রং-এর শাড়িতে ঘরোয়া লুকে দেখা গিয়েছিল তাঁকে। রিসেপশনের সোনাক্ষী যেন সেই লুটেরার সেট থেকে উঠে আসা 'পাখি'। শুধু সিনেমার নানা দৃশ্যে পাখি ছিল একটু অভিমানী, চোখে লেগে থাকত বিষাদ, কিন্তু সদ্য বিবাহিত সোনাক্ষী অবশ্য ছিলেন বড় প্রাণবন্ত, উচ্ছল।