২৩ জুন, ২০২৪| সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের ডি ডে| বহু বছরের প্রেম, সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় পেল নতুন পরিচয়, পেল পরিণতি| চার হাত এক হয়ে গেল সোনাক্ষী এবং জাহিরের| ছিমছাম বিয়ের আসরে, কেবল নবদম্পতির পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন |
প্রথমে সই-সাবুদ, তারপর একটি রিসেপশন পার্টি| মুম্বাইয়ের সেলিব্রিটিদের অত্যন্ত প্রিয় রেস্তোরাঁ বাস্তিয়ানে সন্ধে থেকেই বসেছিল চাঁদের হাট | বিয়ের সাজে চোখ ফেরানো দায় বলিউডের ফারিদানের দিক থেকে, অন্যদিকে পোশাকে যোগ্য সংগত দিয়েছেন জাহিরও |
সমস্ত জল্পনা উড়িয়ে পার্টিতে উপস্থিত ছিলেন সোনাক্ষীর বাবা-মা শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহাও | এডিটরজি বাংলার তরফে নবদম্পতিকে আগামী জীবনের অসংখ্য শুভেচ্ছা |