নেটফ্লিক্সের 'হীরামান্ডি' ওয়েব সিরিজ দিয়েই OTT -তে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন বানসালি। এক পতিতাপল্লীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা- গণিকাদের অবস্থাই এবার সঞ্জয় লীলা বনশালির। জমকালো সেটে উঠবে ফুটে। হীরামান্ডির ফার্স্ট ট্র্যাক ‘সকাল বানে’র পর এবার প্রকাশ্যে ছবির দ্বিতীয় গান। এই গানের নাম ‘তিলাস্মি বাহেঁ’ যার অনুবাদ করলে দাঁড়ায় জাদুকরী বাহুডোর। এই গানে পর্দা মাতালেন সোনাক্ষী সিনহা।
হাতে জ্বলন্ত সিগারেট, পরনে সিলভার শাড়ি। পায়ের উপর পা তুলে বসে সোনাক্ষী, তাঁর রূপে মুগ্ধ পুরুষ অনুরাগীরা। তাঁর ‘আদা’য় কার্যত লুটিয়ে পড়ছেন তাঁরা। টেবিলের উপর উঠে নাচলেন নায়িকা, সোনাক্ষী ম্যাজিকে চোখ জুড়িয়েছে নেটিজেনদের।
উল্লেখ্য ছবিতে, ঝলমলে গয়নায় মোড়া সাজে বলিউডের বিভিন্ন সময়ের ৬ সুন্দরীকে সাজিয়েছেন পরিচালক। মুখ্য ভূমিকায় মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শরমিন সেহগল, রিচা চাড্ডা ও সানজিদা শেখ।