ধর্মীয় মতে নয়, সই সাবুদ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সোনাক্ষী আর জাহির ইকবাল | তারপর জুটির গ্র্যান্ড রিসেপশন | ইতিমধ্যেই ওয়েডিং ভেন্যুতে পৌঁছে গিয়েছেন সোনার বাবা শত্রুঘ্ন সিনহা এবং মা পুনম সিনহাও | ইতিমধ্যেই সোনার বন্ধু হানি সিংও হয়েছেন ফ্রেমবন্দি | সোনাক্ষীর বিয়েতে থাকছেন তিনিও |
রবিবার জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনেক মানুষ | সামনে এসেছে সোনাক্ষী জাহিরের বিয়ের ভেন্যুর ছবি | গুচ্ছ গুচ্ছ তাজা ফুল, আর মোমে সাজানো হয়েছে আসর | লাল গালিচায় এখন কেবল নবদম্পতির হেঁটে আসার অপেক্ষা |