একটি হাইভোল্টেজ বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, খুব শিগগিরিই গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল। বলি অন্দরে কান পাতলেই শোনা যায়, সোনাক্ষী এবং ইকবাল ডেট করছেন বেশ কিছুদিন হল।
যদিও সোনাক্ষী এবং জহির এখনও আনুষ্ঠানিকভাবে সুসংবাদটি ঘোষণা করেননি। তবে শোনা যাচ্ছে, আর বেশি দেরি নয়। চলতি মাস অর্থাৎ জুনের ২৩ তারিখেই গাঁটছড়া বাঁধতে পারেন সোনাক্ষী সিনহা এবং ইকবাল জাহির।
West Bengal Weather Update : জমবে জামাই আদর, বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে, জারি কমলা সতর্কতা
'ডাবল এক্সএল'-এ স্ক্রিন শেয়ার করেছিলেন সোনাক্ষী এবং ইকবাল, এছাড়া ‘ব্লকবাস্টার’ শিরোনামের একটি গানেও জুটি বেঁধেছেন দুজন।