একসময়ে শুটিং ফ্লোরে রোজ দেখা হত, গল্প হত, আড্ডা হত, সহকর্মী দুই অভিনেত্রী যেন অফস্ক্রিনে হয়ে উঠেছিলেন দুই বোন, বলছি সোলাঙ্কি রায়-শ্রীমা ভট্টাচার্যের কথা। জন্মদিনে সোলাঙ্কিকে কতটা মিস করছেন, ফেসবুক পোস্ট করে জানিয়েছেন শ্রীমা।
গাঁটছড়া ধারাবাহিকে, মানে পর্দায় তাঁরা ছিলেন দুই জা। পর্দার বাইরে সম্পর্কটা কখন যেন বদলে গিয়েছে। শুটের জন্য আউটডোর থাকত, তাছাড়াও সময় পেলেই বেরিয়ে পড়তেন একসঙ্গে। এখন রোজ দেখা হয় না, কারণ সোলাঙ্কি গাঁটছড়ায় আর অভিনয় করেন না। তাই সোলাঙ্কির জন্মদিনে বেশ খানিকটা নস্ট্যালজিক শ্রীমা।
দেখতে দেখতে ৬০০ পর্ব অতিক্রম করেছে ধারাবাহিকটি।