এক বছরের প্রেম, নতুন জীবন শুরু করছেন অভিনেত্রী সোহিনী সরকার, গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। সোমবার সইসাবুদে বিয়ে সারছেন, কিন্তু সকাল থেকেই নাকি এক ফার্ম হাউজে বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান চলছে। সেখানেই বিয়ের দুপুরে শোভনের বাড়ির লোকেরা টের পেয়েছেন, ঠিক কতোটা 'ডিক্টেট' কনে! ব্যাপার কী?
বিয়ের সকাল দুপুরেরকোনও ছবিই বর কনের কেউ শেয়ার করেননি, সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি-ভিডিয়ো নেই, তাহলে কোথা থেকে বোঝা গেল। সিপিএম নেত্রী দীপ্সিতা ধর সোমবার বিকেলে হলদে শাড়িতে নিজের লুক শেয়ার করে লিখেছেন, 'যখন কনের দাবি থাকে, সবাইকে হলুদই পরতে হবে'। নাহ...'ডিক্টেট' শব্দটি হালকা ছলেই লিখেছেন সোহিনীর হবু ননদ। প্রসঙ্গত, উল্লেখ্য দীপ্সিতা এবং শোভন তুতো ভাই-বোন, সে কথা আগেই নেত্রী বহুবার জানিয়েছেন।
দীপ্সিতার হোয়াটসঅ্যাপ স্টেটাস বলে দিচ্ছে, নিটেজেনরা কিচ্ছু জানতে না পারলেও সকাল থেকে উদযাপনের মেজাজ শোভন-সোহিনীর পরিবারে।