এ যে শীতের আগেই বসন্ত! এক ফ্রেমে সোহিনী সরকার (Sohini Sarkar) এবং তাঁর প্রাক্তন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। পাশাপাশি বসলেন, ক্যামেরায় পোজ দিলেন দুজন। তাহলে কি বরফ গলছে? এক সময়ের বেশ চর্চিত টলিউড কাপল ছিলেন সোহিনী-রণজয়, চলতি বছরের এপ্রিলে সম্পর্কে বিচ্ছেদ আসে, তারপর থেকেই দুজন হ্যাপিলি সিঙ্গল, তবে নতুন ফ্রেম অবশ্য অনেক জল্পনা বাড়াচ্ছে।
পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil)বাড়ির জগদ্ধাত্রী পুজোর উদযাপনে দেখা গেল দুজনকে।
Swastika Mukherjee: মা হচ্ছেন স্বস্তিকা? অভিনেত্রীর পোস্ট করা সেলফি ঘিরে হইচই
চলতি বছরেই চার হাত এক হওয়ার কথা ছিল টেলিভিশনের চেনা মুখ সোহিনী সরকার (Sohini Sarkar) এবং রণজয় বিষ্ণুর (Ranajay Bishnu)।
বছর তিনেকের প্রেম ছিল সোহিনী সরকার(sohini sarkar) এবং রণজয় বিষ্ণু(ranajay vishnu)র। অভিনয়ের সূত্রে আলাপ তারপর বন্ধু থেকে প্রেম। লকডাউনের সময় থেকে এই লাভ বার্ডস লিভ-ইন সম্পর্কে ছিলেন। তারকাজুটি কাজের পাশাপাশি নিজেদের সময় দিতেন নিয়মিত। মন ভালো করতেপাহাড়ের কোলে ঘুরতে বেড়াতেন টলিপাড়ার এই মিষ্টি অ্যাডভেঞ্চারপ্রেমী জুটি।