Wedding : ট্র্যাডিশনাল বিয়ের দীর্ঘদিনের মিথ ভেঙে সাত পাকে বাঁধা পড়েছেন টলি-বলির যে তারকা জুটিরা

Updated : Nov 19, 2022 18:41
|
Editorji News Desk

বিয়ে । শব্দটার সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য, একাধিক নিয়ম-কানুন । শুধু কি নিয়ম ! বয়স, ধর্ম, বর্ণের বেড়াজালে আটকে 'বিয়ে' । বিয়েতে পাত্র, পাত্রীর থেকে ছোট, অন্য ধর্মে বিয়ে...শুনলেই ঠোঁট ব্যাঁকান ঠাকুমা, দিদিমা, জেঠিমারা । মন্ত্র ছাড়া বিয়ে, মহিলা পুরোহিত দিয়ে বিয়ে...সে আবার কী ! তা কখনও হয় নাকি ! আসলে 'বিয়ে' নিয়ে মানুষের মধ্যে ওই প্রচলিত ধারণাটা রয়ে গিয়েছে । তবে,যুগ বদলেছে, সময় বদলেছে । ট্র্যাডিশনাল বিয়ের মিথ ভেঙেছেন অনেকেই । টলিউড, বলিউডে এরকম উদাহরণ অনেক । টলি থেকে বলি...এমন ছয় তারকার মিথ ভাঙা বিয়ের গল্প জেনে নিন...

গৌরব-দেবলীনা

দু'বছর হতে চলল সাত পাকে বাঁধা পড়েছেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার । উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও বিধায়ক দেবাশিষ কুমারের মেয়ে দেবলীনা কুমারের বিয়েটা সাধারণ ছিল না । অনেকরই হয়তো মনে থাকবে, গৌরব-দেবলীনা একবার নয়, তিন তিনবার বিয়ে করেছিলেন । আর তিনবারই ভিন্ন ভিন্ন ধর্মে । অর্থাৎ, প্রথমে সনাতনী হিন্দু মত, তারপর ইসলামিক মত এবং সবশেষে খ্রিষ্টীয় ক্যাথলিক মতে দেবলীনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় । বিয়ের সেসব ছবি আজও জ্বলজ্বল করছে দেবলীনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ।

অনির্বাণ-মধুরিমা

টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক, অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সাত পাকে বাঁধা পড়েন দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীর সঙ্গে । প্রথা ভাঙা বিয়েতে সারাজীবনের জন্য আবদ্ধ হন তাঁরা । কোনও মন্ত্র পড়ে বিয়ে হয়নি তাঁদের । তার বদলে ছিল গান-গল্প-কবিতা । দু'জনেই সাংস্কৃতিক জগতে মানুষ । তাই তাঁদের বিয়েটাও ছিল একটু অন্যরকম, চিরাচরিত বিয়ের মতো নয় ।

অঙ্কিতা-প্রান্তিক

বর বউকে সিঁদুর পরায় । এই নিয়মই চলে আসছে । তবে, এই প্রথা অনেকেই ভাঙছেন এখন । বৈদিক মতে বিয়ে করছেন অনেকে । ঠিক যেমন করেছেন অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায় । সিকিমে পাহাড়ের কোলে গিয়ে একে অপরকে সিঁদুর পরিয়ে একসঙ্গে পথচলার অঙ্গীকার করেন তাঁরা ।

ওম-মিমি

ওম ও মিমির বিয়ের রীতি, আচার, অনুষ্ঠান সবটাই ছিল একটু অন্য স্বাদের । একটু ছকভাঙা । এই বিয়েতে কোনও কন্যা সম্প্রদান হয়নি,পিঁড়িতে চড়ে কনের প্রবেশ ঘটেনি । কনেকে সিঁদুরদানের পর বরও কপালে পরেন সেই সিঁদুর । ওম-মিমি-রও বিয়ে সম্পন্ন হয় বৈদিক মতে ।

বলিউড আসলেই অনেকের নাম মাথায় আসে । যেমন দিয়া মির্জা ও বৈভব, দু'জনেরই বিয়ে দেন একজন মহিলা পুরোহিত । অন্যদিকে, ফারহান আখতার ও শিবানি ডান্ডেকর । দু'জনেরই ধর্ম ভিন্ন । কিন্তু, কেউ কারও ধর্ম মতে বিয়ে করেননি । বরং সম্পূর্ণ অন্য ধর্মে অর্থাৎ খিস্টান মতে বিয়ে হয়েছে তাঁদের । এখানেই শেষ নয়, টলিউড-বলিউডে বিয়ের চিরাচরিত প্রথা ভাঙার নামের তালিকা আরও লম্বা । তালিকা আরও লম্বা হতে থাকুক । সবকিছুর ঊর্ধ্বে, বাঁচুন নিজের শর্তে ।

BollywoodWeddingTollywood

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ