আচমকা দিন কয়েক আগে ফারজানা আরশির সঙ্গে চতুর্থ বিয়ের খবর দিয়েছিলেন সারেগামাপা খ্যাত গায়ক মঈনুল এহসান নোবেল। চলতি বছরেই তৃতীয় স্ত্রীয়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়, এর কয়েকদিনের মাথাতেই এই বিয়ে অস্বীকার করলেন ফারজানা । ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, নোবেল জোর করে নেশা করিয়ে ভাইরাল হওয়া ছবিগুলো তোলেন। এবং তাঁর সঙ্গে নোবেলের কোনও সম্পর্ক নেই বলেও জানান তিনি।
Shatarup Ghosh: নেতা থেকে অভিনেতা, এবার বামফ্রন্টের শতরূপ ঘোষকে দেখা যাবে বড়পর্দায়
মাদকগ্রস্ত অবস্থায় ফারজানা জোর করার অভিযোগ নোবেলের বিরুদ্ধে। সম্প্রতি গায়ককে ভর্তি করা হয়েছে ঢাকার নিকটবর্তী একটি রিহ্যাবে। অন্য দিকে, গায়কের চতুর্থ স্ত্রী বলে পরিচিত ফারজানা ঢাকা ছেড়ে নিজের বাড়ি খুলনায় ফিরে গিয়েছেন।