শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘গানওলা’, গায়ককে রাখতে হয়েছিল CCU-তেও। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, আপাতত সঙ্কট কাটিয়ে উঠেছেন কবীর সুমন। অক্সিজেন সাপোর্টের সবসময় দরকার পড়ছে না। মাঝেমধ্যে হাঁটাচলা করছেন , উঠে বসতেও পারছেন। তাঁর স্বাস্থ্যের উপর নজরদারি চালাচ্ছে মেডিক্যাল বোর্ড। সব ঠিক থাকলে দ্রুত ছেড়েও দেওয়া হতে পারে তাঁকে।
অন্যদিকে, জাতীয় পুরষ্কার প্রাপ্ত সঙ্গীত বর্ষীয়ান শিল্পীর চিকিৎসার জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। বয়সের কথা মাথায় রেখে খুব কম পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। হাসপাতালে ফোন করে কবীর সুমনের শারীরিক অবস্থার খবরাখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।