Bappi Lahiri Death: সঙ্গীতের দুনিয়ায় আবারও ইন্দ্রপতন। প্রয়াত হলেন গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। বুধবার সকালেই এল এই দুঃসংবাদ। বর্ণময় চরিত্র বাপ্পি লাহিড়ি প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।
তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৭০-৮০ দশকে ভারতীয় সিনেমার গানের জগতকে মাতিয়ে রেখেছিলেন তিনি। চলতে চলতে, ডিস্কো ডান্সার, শরাবীর মতো ছবির জনপ্রিয়তার কৃতিত্বের অনেকটাই তাঁর।
গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন বাপ্পি। তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসার পর সাময়িক সেরে ওঠেন তিনি। কিন্তু শরীর ভাল যাচ্ছিলনা। অবশেষে প্রয়াত হলেন গানে, গয়নায় বর্ণময় এই চরিত্র।