একেবারে ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম, কৈশোরে জনপ্রিয় বাংলা-হিন্দি রিয়ালিটি শোয়ের চ্যাম্পিয়ন হওয়া অণ্বেষা দত্তগুপ্ত বাঙালি দর্শক-শ্রোতার কাছে খুব প্রিয়। চলতি বছরে ডোভার লেন মিউজিক কনফারেন্সে গেয়ে মুগ্ধ করেছেন সকলকে। সেই অণ্বেষা এবার বড় পর্দায়। তাও আবার টলিউডে না, সোজা বলিউডে। ছবির নায়িকা হচ্ছেন তিনি।
অণ্বেষার ডেব্যু যে মিউজিক্যাল ছবিতে-, তা বলার অপেক্ষা রাখে না নতুন করে। অভিনয়ের জন্য নিয়মিত ফিট থাকতে হচ্ছে, ওয়র্ক আউট করতে হচ্ছে অণ্বেষাকে। বেশ কিছুটা ওজন কমাতে হয়েছে, আলাদা করে ক্যামেরায় রোগা দেখানোর জন্য।
সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবির নাম এখনই জানাননি অণ্বেষা। বন্ধুত্ব, সঙ্গীত, সম্পর্কের ভাঙা গড়া নিয়ে এগোবে ছবির গল্প।