উৎসবের মরশুমেই নক্ষত্রপতন ঘটল বাংলা সঙ্গীতজতে। প্রয়াত হলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অনুপ ঘোষালের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঙালি শ্রোতার মনের মণিকোঠায় চিরদিন থেকে যানেন অনুপ ঘোষাল। তাঁর গাওয়া নজরুলগীতি মুগ্ধ করেছিল শ্রোতাদের। এরপর সত্যজিৎ রায় পরিচালিত 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে'র মতো ছবিতে গানের সৌজন্যে তিনি বাঙালির ঘরে ঘরে পৌঁছে যান৷ এই ছবিগুলিতে গাওয়া অনুপ ঘোষালের গান আজও সমান জনপ্রিয়।
বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন। তপন সিনহা পরিচালিত 'সাগিনা মাহাতো'য় প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন। সেই ছবির গানও মন কেড়ে নিয়েছিল শ্রোতাদের।
বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হয়েছেন অনুপ ঘোষাল। তাঁর মৃত্যুতে অনেকখানি রিক্ত হল বাংলা গানের ভুবন।