অসুস্থ বলিউডের প্রবীণ অভিনেতা-গায়ক অন্নু কপূর (Annu Kapoor)। বৃহস্পতিবার বুকে ব্যথা নিয়ে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে খবর, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন অভিনেতা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে, এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তবে, আপাতত কিছু দিন হাসপাতালেই রাখা হবে তাঁকে।
Raj-Subhashree-Saraswati Puja: ভীষণ ব্যস্ত ইউভান, রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোয় তারকাদের সমাহার
ওয়েব সিরিজ থেকে বড় পর্দা, সবেতেই সমান জনপ্রিয় অন্নু কাপুর। ' মিস্টার ইণ্ডিয়া' থেকে 'জলি এল এল বি ২'-সহ একাধিক ছবি তাঁর ঝুলিতে। 'ভিকি ডোনর' ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন অন্নু ।