টলিউডে আবারও এক চলচ্চিত্র পরিচালকের বায়োপিক। এবার ঋত্বিক ঘটক। 'অলক্ষে ঋত্ত্বিক' ছবিতে কিংবদন্তি পরিচালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা-গায়ক শিলাজিৎ মজুমদারকে। ছবিতে নিজের চরিত্রের ফার্স্ট লুক শেয়ার করেছেন অভিনেতা নিজেই।
ইতিমধ্যে শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে 'অলক্ষে ঋত্ত্বিক'-এর শুটিং। এমন আইকনিক চরিত্রে পরিচালক-প্রযোজকরা তাঁকে ভেবেছেন বলে খুশি শিলাজিৎ। ছবিতে পরিচালকের স্ত্রী সুরমা ঘটকের চরিত্রে অভিনয় করবেন পায়েল সরকার।
এর আগে অবশ্য পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ঋত্ত্বিক ঘটককে নিয়ে বানিয়েছিলেন 'মেঘে ঢাকা তারা'। সেখানে পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে।
গত বছর টলিউডে সাড়া ফেলে দিয়েছিল অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত', সত্যজিতের 'পথের পাঁচালি'র হয়ে ওঠা নিয়েই ছবি। সামনেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় মৃণাল সেনের বায়োপিক 'পদাতিক'।