শেরশাহ জুটি সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে ঠিক কবে! গত কয়েকদিন ধরেই বি-টাউনে গুঞ্জন চলছে। এখনও নিজেরা কিছুই জানাননি তারকা জুটি। অবশেষে বিয়ের দিন জানা গেল। ফিল্ম ক্রিটিক যোগিন্দর টুটেজা টুইটে দাবি করেছেন, সোমবারই চার হাত এক হতে চলেছে।
Sid-Kiara Wedding-OTT: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের লাইভ স্ট্রিমিং? বিয়ের আদ্যপান্ত দেখা যাবে কোন OTT-তে?
যোগিন্দর জানান, 'এটা অফিশিয়াল। সিদ্ধার্থ কিয়ারা আগামী ৬ ফেব্রুয়ারী বিয়ে করছেন৷ তাদের শুভ কামনা জানাবেন৷'। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারী রাজস্থানের জয়সলমীরে জমকালো বিয়ে সারবেন তারকা জুটি। শনিবার থেকে শুরু হবে বিবাহ পূর্ব রীতি নিয়ম।