সেই শুরুর সময় থেকেই ‘মিঠাই’ ধারাবাহিকে একের পর এক চমকে দর্শকদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে মোদক পরিবারের সকলেই। ধারাবাহিকে ‘উচ্ছেবাবু’ এবং ‘তুফান মেল’ এর দুষ্টু-মিষ্টি প্রেম দেখার জন্য সন্ধে হলেই মিঠাই দেখতে বসে যান দর্শকরা। অনেক বাধাবিপত্তি পেরিয়ে শেষমেশ কাছাকাছি এসেছে সিড মিঠাই। মোদক পরিবারে এখন কার্যত খুশির আবহ। কারণ, মিঠাই সিদ্ধার্থের কোলে আসতে চলেছে ফুটফুটে একরত্তি।
‘গোপাল’ আসার খুশিতে ডগমগ বাড়ির দাদু সিদ্ধেশ্বর মোদক। তবে বাড়ির বউয়ের আবার ‘গোপাল’ শব্দে আপত্তি, তিনি দাদুর ভুল শুধরে দিয়ে জানান কন্যা সন্তান নয় কেন? দাদু সঙ্গে সঙ্গে জানান, ছেলে মেয়ে যেই সন্তানই আসুক সুস্থ আসুক। আর অন্যদিকে হবু বাবা সিদ্ধার্থের এখন নতুন প্রজেক্ট ‘গোপাল’
প্রজেক্ট গোপাল হাতে নিয়েই বৌকে কার্যত চোখে হারাচ্ছে ‘সিডি বয়’, মিঠাই কী খাবে, কীভাবে চলবে সব বিষয়ে একেবারে কড়া নজর তার । পরিবারের সকলে সিদ্ধার্থের এই রূপ দেখে রীতিমতো অবাক। কিন্তু মিঠাই জানায় ‘উচ্ছে বাবুর’ এই প্রজেক্ট গোপালের ফাঁদে মোটেও পড়তে চায় না সে। মিঠাই থাকবে নিজের মর্জিতে। এরপর বাড়িতে আসে সিডের বাবা সমরেশ। ছেলে বৌমাকে প্রাণ ভরে আশীর্বাদও করে সে । মিঠাই-সিডের এমন মিষ্টি প্রেমের নজির দেখে মন ভরেছে দর্শকদেরও।