শীত মানেই বিয়ের মরসুম। তারকা থেকে সাধারণ মানুষ বিয়ে সেরে ফেলছেন অনেকেই। এবার আর ঢাক ঢাক গুড়গুড় নয়, শোনা যাচ্ছে এই ডিসেম্বরেই শুভ কাজ সেরে ফেলতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। মুম্বইয়ের বিলাসবহুল আলিশান নয়, চন্ডীগড়ের ছেলে সিদ্ধার্থ বিয়ে করবেন হোম টাউনেই।
চন্ডীগড়ের ওবেরয় সুখবিলাসেই বসার কথা বিয়ের আসর। দুই বাড়িতেই চলছে জোর প্রস্তুতি। স্বভাবতই বলিউডের চাঁদের হাট বসতে চলেছে 'শেরশাহ' জুটির বিয়েতে। নিমন্ত্রণের লিস্ট নাকি ইতিমধ্যেই পাকাও করে ফেলেছেন এই জুটি।
আরও পড়ুন : মমতার ভাইপো ভেবে ভুল করেন অনেকেই, নাম বদলাচ্ছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়?
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, আমন্ত্রিত থাকতে পারেন করণ জোহর, অশ্বিনী ইয়ারদি, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রাকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানি, বরুণ ধাওয়ান সহ একাধিক বলি তারকারা। ভালোলাগা ছিলই। 'শেরশাহ' ছবির পরই তাদের সম্পর্কে পড়ে শিলমোহর।