কোভিডে আক্রান্ত হলেন শ্রুতি হাসান (Shruti Haasan Covid positive)। রবিবার তাঁর ভক্তদের এ কথা জানালেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে (Instagram) একটি নোট লিখে শ্রুতি জানান করোনায় (Shruti Haasan Covid positive) আক্রান্ত হওয়ার রিপোর্ট জানার পরেই তিনি ইতিমধ্যেই এই সংক্রান্ত সমস্ত সতর্কতা গ্রহণ করেছেন।
আরও পড়ুন: শাহবাজের ৩ উইকেট, রঞ্জিতে হায়দরাবাদকে ৭২ রানে হারিয়ে গ্রুপ শীর্ষে বাংলা
তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ছটফট করছেন বলেও জানান তিনি।
আমাজন প্রাইম ভিডিয়ো'র মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ 'বেস্টসেলার'-এ (Bestseller) শেষবার দেখা গিয়েছিল শ্রুতিকে।
তাঁর হাতে এই মুহূর্তে রয়েছে প্রশান্ত নীলের ছবি 'সালার'। যেখানে প্রভাসের (Prabhas) বিপরীতে অভিনয় করবেন তিনি (Shruti Haasan)।