একজন গায়ক, আরেকজন অভিনেত্রী। দুজনেই প্রাক্তন সম্পর্ক থেকে বেরিয়ে আলোচনায় ছিলেন। বলছি শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের কথা। দু'জনের প্রেমের জল্পনায় সিলমোহর প্রায় পড়ে গেছে। বিদেশে যে একসঙ্গেই গেছিলেন শোভন সোহিনী, তা একরকম ওপেন সিক্রেট। সম্প্রতি শোভনের শেয়ার করা ভিডিয়োয় তাঁর হাতের আংটিটি চোখ এড়ায়নি নেটিজেনদের। তাতেই জল্পনা বেড়েছে। সকলেই মনে করছেন, বরফের দেশে ঘুরতে গিয়ে বাগদান সেরে ফেলেছেন দুজনেই।
সোহিনীর বন্ধুর বিয়েতে দুজনকে বেশ কিছুটা অন্তরঙ্গ সময় কাটাতে দেখা গিয়েছিল। আজকাল সোহিনীর ফেসবুক ছবিতে নানা মন্তব্যও করেন শোভন। সব শেষে আবার শোভনের অনামিকায় নতুন আংটি। দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় লাগেনি শোভন সোহিনীর অনুরাগীদের
Subhashree Ganguly: 'পরিণীতা'র পর আবারও এক ছবিতে ঋত্বিক- শুভশ্রী! আছেন মহাগুরুও