বাংলায় পুজোর রিলিজ মানেই সৃজিত মুখোপাধ্যায়। গত পুজোয় তাঁর তুরুপের তাস ছিল '২২ শে শ্রাবণ'-এর প্রিকোয়েল 'দশম অবতার'। এ বছর পুজোয় আসছে 'টেক্কা'। শুটিং শুরু হয়েছিল কয়েকদিন আগেই, এবার র্যাপ আপ হল।
দেব-রুক্মিণীকে নিয়ে এই প্রথম ছবি করলেন সৃজিত, এছাড়াও ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায় চৌধুরী।
Grammy Award 2024: ইতিহাসে 'শক্তি'! গ্র্যামি পুরস্কারে সম্মানিত জাকির হুসেন-শঙ্কর মহাদেবনের ব্যান্ড
টেক্কার শুটিং শেষ হওয়ার খবর নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দেব এবং সৃজিত। এখন থেকেই তাহলে অপেক্ষার শুরু।
দীর্ঘ ৮ বছর পর সৃজিতের ছবিতে কাজ করবেন দেব৷ মাঝখানে দু'জনের সম্পর্কে শীতলতার জল্পনা তৈরি হয়েছে৷ বিতর্ক তৈরি হয়েছিল ব্যোমকেশ নিয়ে৷ অবশ্য শেষ পর্যন্ত দেবের ব্যোমকেশের ট্রেলার লঞ্চ হয়েছিল সৃজিতের হাত দিয়েই। আপাতত এই সবই অতীত৷ কিছুদিন আগেই দেব-রুক্মিণীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে সৃজিত লিখেছিলেন, 'খেলা হবে'। দেবের জন্মদিনের প্রকাশ্যে এনেছিলেন ছবির নাম।