ফেডারেশন এবং ভেন্ডার্স গিল্ডের মধ্যে চরম সংঘাতের জেরে টলিপাড়ায় শুটিং বন্ধের পরিস্থিতি। ফেডারেশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছে ভেন্ডার্স গিল্ড (সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)। অভিযোগ, বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞ জারি করেছে ফেডারেশন। লাইট, সাউন্ড প্রপস থেকে শুরু করে শ্যুটিংয়ের নানা প্রয়োজনীয় সরঞ্জামের জোগান দেয় ভেন্ডার্স গিল্ড। সেই জোগান বন্ধ হলে শুটিং করা সম্ভব নয়।
ভেন্ডার্স গিল্ডের তরফে রবিবার দুপুর তিনটে নাগাদ জেনারেল মিটিংকরা হবে, গিল্ডের তরফে জানানো হয়েছে ফেডারেশন এবং প্রযোজোকরা তাঁদের দাবি না মানলে কর্মবিরতিতে যাওয়া হবে।
ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস অবশ্য বলেছেন গোটা বিষয়টা তাঁকে এখনও জানানো হয়নি। তবে সমস্যা না মিটলে সিনেমা সিরিয়ালের শুটিং যে একরকম বন্ধই হতে চলেছে, তা স্পষ্ট।