শুটিং নিয়ে ফের আশঙ্কার কালো মেঘ টলিপাড়ায় । নেপথ্যে আবার পরিচালক ও টেকনিশিয়ন দ্বন্দ্ব । কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর পরিচালক সৃজিৎ রায়ের নতুন সিরিয়ালের কাজ বন্ধ । পরিচালকের অভিযোগ সেটে আসছেন না টেকনিশয়নরা । ফেডারেশনের বিরুদ্ধে কথা বলার অভিযোগ উঠেছে সৃজিতের বিরুদ্ধে । এদিকে, বন্ধ রয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ-এর শুটিং । পরিচালকের অভিযোগ, ফেডারেশনের তরফে বৈঠক ডাকা হলেও, বারবার সেই বৈঠক পিছিয়ে দেওয়া হচ্ছে । বৈঠকে গিয়েও পরিচালকদের ফিরে আসতে হচ্ছে । একই সঙ্গে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর শুটিং বন্ধ না করার নির্দেশ দেওয়ার পরেও তা মেনে চলা হচ্ছে না ।
শুরুটা কোথা থেকে ?
বেশ কয়েকদিন ধরে টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমার শুটিং বন্ধ । ফেডারেশনের বিরুদ্ধে তাঁকে ব্যান করার অভিযোগ ওঠে । টেকনিশয়ন লিস্ট নিয়ে কোনও সমস্যা ছিল বলে জানা গিয়েছিল প্রাথমিকভাবে । জানা গিয়েছে, যেদিন উত্তরবঙ্গে গিয়ে শুটিং করার কথা ছিল কৌশিকদের, আগের দিন ফেডারেশনের তরফে পরিচালককে জানানো হয় টেকনিশিয়ানরা তাঁর ছবিতে কাজ করতে পারছেন না । পরে অবশ্য কৌশিক জানিয়েছিলেন, সমস্যা মিটে গিয়েছে, শুটিং শুরু হবে খুব শীঘ্রই । কিন্তু, এখনও পর্যন্ত সেই শুটিং শুরু হয়নি ।
এদিকে, মঙ্গলবার থেকেই হইচই পড়ে গিয়েছে টলিপাড়ায় । পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের কাজ থমকে রয়েছে । পরিচালক ফেসবুকে লাইভ করে জানান, টেকনিশিয়নরা আসা বন্ধ করে দিয়েছেন তাঁর সেটে । ফলে সেট তৈরির কাজ স্থগিত রয়েছে । অভিযোগ, বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর্টস সেটিং গিল্ড। এদিন সকাল সকালই দাসানি ওয়ান-এ পৌঁছন পরিচালকরা । পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায়, পরিচালক গিল্ড-এর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না ফেডারেশন । এভাবে তাঁরা কাজ কেড়ে নিতে পারেন না । কাজ বন্ধের আগে অন্তত একটা মেল পাঠানো উচিৎ । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও তুলেছেন । সম্পাদক সুদেষ্ণা রায়ের অভিযোগ, টেকনিশয়নদের প্ররোচনা দেওয়া হচ্ছে ।
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের আগামী প্রোজেক্ট অচীন্ত আইচ-এর কাজও থমকে রয়েছে । তিনি জানিয়েছেন, ২৭ জানুয়ারি শুটিং শুরুর কথা ছিল । ২৪ জানুয়ারি ফেডারেশনের পক্ষ থেকে ইমেল করে জানানো হয়, কোনও সমস্যা রয়েছে, তাই শুটিং শুরু করা যাবে না । প্রত্যুত্তরে সিরিজের প্রযোজনা সংস্থা এসভিএফ মেল করে সমস্যার কথা জানতে চায় । তার উত্তরে ৩০ জানুয়ারি ফেডারেশনের তরফে ফের মেল করে বৈঠকের আহ্বান জানানো হয় । সোমবার বৈঠক হওয়ার কথা ছিল । প্রযোজনা সংস্থার কয়েক জন সদস্যও গিয়েছিলেন । কিন্তু বৈঠক হয়নি । ফের মঙ্গলবার দুপুর ১টার সময় বৈঠক ডাকা হয় । কিন্তু, ফের বিশ বাঁও জলে চলে যায় বৈঠক । ফেডারশেনর তরফে জানানো হয়, স্বরূপ বিশ্বাস না থাকার জন্য বৈঠক হওয়া সম্ভব নয় । সেক্ষেত্রে আপাতত শুটিং বন্ধই রয়েছে ।
এদিকে, রুদ্রনীল ঘোষের তোপ, 'বিশ্বাস করুন, টলিউড ওরা লাটে তুলবেই'।
কবে, সমস্যার সমাধান হবে, সেদিকেই তাকিয়ে পরিচালক থেকে কলাকুশলীরা ।