মহেশ ভাটের ছবিতে লিড রোল পেয়েছিলেন পাক ক্রিকেটার শোয়েব আখতার। কেন সেই সুযোগ হাতছাড়া করলেন? কী বলছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস?
অনুরাগ বসুর ছবি গ্যাংস্টার-এ অভিনয়ের অফার এসেছিল শোয়েবের কাছে। স্বয়ং প্রযোজক নিজেই সেই অফার নিয়ে গিয়েছিলেন পাক তারকার কাছে। লিড রোল, বিপরীতে বলিউডের কুইন কঙ্গনা।
কেন শেষমেশ ছবি করা হল না শোয়েবের, সে নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। তবে জানা গিয়েছে সাইনি আহুজার চরিত্রটির জন্যই প্রস্তাব এসেছিল এসআরকে-র অন্ধভক্ত শোয়েবের কাছে।