ফিটনেস ফ্রিক হিসেবে বলিউডে নাম রয়েছে শিল্পা শেট্টির (Shilpa Shetty)। একদিন শরীরচর্চা না করতে পারলে অশান্তি হয় তাঁর। সকাল সকাল বিমান ধরার তাড়া ছিল। সময়ের অভাব। এদিকে শরীরচর্চা কোনওদিনই বাদ যায় না শিল্পার। নিজেকে ফিট রাখতে পছন্দ করেন। অগত্যা বাসেই ওয়ার্ক আউট শুরু করে দিলেন শিল্পা শেট্টি। যা দেখে তাজ্জব নেটদুনিয়া!
এক ফ্যাশন শোয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই সাত সকালে বাসে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফাঁকা বাস। সেখানেই রীতিমতো বাসের রড ধরে পুশ আপ, স্ট্রেচিং করা শুরু করে দেন শিল্পা শেট্টি। সেই মুহূর্তের ভিডিও নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
চোখে মুখে আতঙ্ক, দিল্লি বিমানবন্দরে ছুটে বেড়াচ্ছেন আলিয়া !
আবার সঙ্গে স্বচ্ছ ভারতের বার্তাও দিয়েছেন ফ্যাশন ডিভা। শরীর চর্চা শেষে টিস্যু দিয়ে বাসের লোহার রডগুলো সব মুছে পরিষ্কারও করে দিয়েছেন শিল্পা।