এবারের পুজোর আরও একটি হাইভোল্টেজ ছবি ‘বহুরূপী’ । আবারও একসঙ্গে পর্দায় আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। এবং একেবারে চমকপ্রদ রূপে শিবপ্রসাদ এবং কৌশানি। ছবির প্রমোশন জোরকদমে শুরু করে দিয়েছে গোটা টিম। কখনও বা নিউমার্কেটে বৃষ্টিভিজে নাচ, কখনও আবার বহুরূপী সেজে শিবপ্রসাদ ঘুরে বেড়াচ্ছেন ইতিউতি।
হটাৎ ‘বহুরূপী’ শিবু হাজির হয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সুপারস্টার জিতের বাড়িতেও ঢুঁ মারেন শিবপ্রসাদ এবং ননী। গান শুনিয়ে শেষে এই কথাও বলে আসেন, ‘আবার বিয়ে দিয়ে দেব।’
প্রচারের ধরণ সকলের থেকে আলাদা করে রাখছে এই সিনেমাকে। ননীচোরা দাস বাউলকে সঙ্গে নিয়ে ‘বহুরূপী’র সাজে গিয়ে গান গাইছেন স্বয়ং পরিচালক। জিৎ থেকে শুরু করে রাজ-শুভশ্রী বেজায় মজা পেয়েছেন। শিবুকে দেখেই চিৎকার করে ওঠেন শুভশ্রী। রাজ্যের মায়ের আশীর্বাদ নিয়ে ইউভানকে উপহার দিয়ে ফের নাচ শুরু করেন শিবু-ননী।
মজার ছলে আবার শুভশ্রীকে ‘বর্ধমানের লুচি’ বলেন রাজ। ছেলে যুবানকে বলেন ‘বর্ধমানের পান্তুয়া’। তাঁদের এই প্রচারের ধরন তুমুল প্রশংসিত হয়েছে নেটপাড়ায়।