এ বড় সুখের সময় নয়। আর টলিউডের জন্য তো একেবারেই নয়। একের পর এক অভিযোগে ধ্বস্ত টলিউড। কখনও টেকনিশিয়ানদের ক্ষোভ, কখনও ফেডারেশনের সঙ্গে পরিচালকদের বিবাদ, কখনও বা শ্লীলতাহানির অভিযোগ। আরজি করে আবহে টলিউডের এক অন্য দিক ধরা পড়েছে। এর মাঝে নতুন বিতর্ক মাথা চারা দিয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইম্পার একটি নিয়মে। বলা হয়েছে প্রযোজকদের ছবি পিছু ৫ লক্ষ টাকা করে জমা দিতে হবে। এর থেকেই প্রশ্ন উঠছে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে।
কিন্তু এই আবহেও শিবপ্রসাদ এবং নন্দিতার নতুন ছবি ‘বহুরূপী’র মুকুটে জুড়ে গেল সাফল্যের পালক। ছবি মুক্তির দিন ৮ অক্টোবর। কিন্তু মুক্তির আগেই লক্ষ্মীলাভ ‘বহুরূপী’র। কীভাবে? আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন ছবির পরিচালক শিবপ্রসাদ।
'বাংলার সবথেকে বড় ব্যাঙ্ক ডাকাত' শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আরেক জন 'রাফ অ্যান্ড টাফ' পুলিশ অফিসার 'এসআই সুমন্ত ঘোষাল'। মূলত এক ব্যাঙ্ক ডাকাতিকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগোবে। টিজারে ঝলক দেখেই ছবি নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।
ছবির লক্ষ্মীলাভ শুরু হয়ে গিয়েছে গান প্রকাশ পাওয়ার পর থেকেই। ছবির প্রথম গান ‘শিমুল-পলাশ’ ইতিমধ্যেই লোকের মুখে মুখে ঘুরছে। তার পর মুক্তি পেয়েছে ‘আজ সারা বেলা’। তৃতীয় গান ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তি পেয়েছে বুধবার। শিবু জানান, এই গানের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়।
ছবিতে থাকছে অ্যাকশন, রহস্য রোমাঞ্চ...সব মিলিয়ে প্রথম ঝলকেই হিট বহুরূপী । পুজোর সময় বহুরূপী-কে টেক্কা দিতে তৈরি সৃজিত । ৮ অক্টোবরই মুক্তি পাচ্ছে সিনেমা । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। বহুদিন পরে আবারও একসঙ্গে ছবি করছেন দেব ও সৃজিত ।