তারকা থেকে সাধারণ মানুষ। কম বেশি বেশিরভাগ মহিলারই যৌন হেনস্থার স্মৃতি রয়েছে। বেশিরভাগ সময়েই তাঁরা তা প্রকাশ করতে পারেন না। কিন্তু ‘দিল্লি ক্রাইম’ এর ‘ম্যাডাম স্যার’ ওরফে অভিনেত্রী শেফালি শাহ আজও ভুলতে পারেননি সেই দিনটার কথা। যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। তাও আবার ভরা বাজারে। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এই বিষাক্ত দিনের স্মৃতিচারণ করে অভিনেত্রীর অভিযোগ, বাজারের মধ্যে আপত্তিকর ভাবে স্পর্শ হয়েছিল তাঁকে।
সেই সময় যন্ত্রণায়, লজ্জায় এই কথা কাউকে বলতে পারেননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনা ভুলেও যেতে চেয়েছিলেন ম্যাডাম স্যার, কিন্তু পারেননি। পরিচালক মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ ছবিতে রিয়া বর্মার চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি, শৈশবে সেই চরিত্রও একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই শেফালি জানান, সেই সময় এই ছবি তাঁর নিজের জীবনের সিনেমা হয়ে উঠেছিল।